Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

‘কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য :

“কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি।” ---- রবীন্দ্রনা...


“কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী লাগি কান পেতে আছি।”
---- রবীন্দ্রনাথের সেই প্রত্যাশিত কবি হলেন সুকান্ত ভট্টাচার্য।

   পরিচয় :  
        ১৯২৬ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে ৪২ নং মহিম হালদার স্ট্রিটে একান্নবর্তী নিম্ন মধ্যবিত্ত পরিবারে সুকান্ত জন্মগ্রহণ করেন। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য, মা সুনীতি দেবী। সুকান্তের স্নেহ প্রবণা জ্যাঠতুতো দিদি রাণী মণীন্দ্রলাল বসুর ‘রমলা’ উপন্যাসের ‘সুকান্ত’ চরিত্রের নাম অনুসারে ভায়ের নাম রাখেন সুকান্ত। কবির শৈশব কাটে বাগবাজারের নিবেদিতা লেনের একটি অঞ্চলে। অল্প বয়সে মাতৃহারা হওয়ায় সুকান্ত ছন্নছাড়া হয়ে ওঠেন। দারিদ্র্য হয়ে ওঠে তাঁর নিত্যসঙ্গী। বিদ্যালয়ে শিক্ষকদের প্রেরণা, গ্রন্থপাঠ, বন্ধু অরুণাচল বসুর মৈত্রী ও তার মা কবি সরলা বসুর স্নেহ সুকান্তের কবিপ্রতিভা বিকাশের সহায়ক উপাদান হয়ে ওঠে। গল্পদাদুর আসরে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি এবং রবীন্দ্র প্রয়াণ উপলক্ষে কবিতা রচনার মধ্য দিয়ে সুকান্তের কবি জীবনের সূত্রপাত। ১৯৪৫ খ্রিস্টাব্দে সুকান্ত প্রবেশিকা পরীক্ষা দেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন এবং ১৯৪৭ খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন।

    রচনাসমূহ :   
   প্রথম রচনা :  
  •  প্রথম কাব্যগ্রন্থ 'ছাড়পত্র' (১৯৪৭) ।
   কাব্যগ্রন্থসমূহ :  
        সুকান্ত ভট্টাচার্যের লেখা গ্রন্থগুলি হল –
  • 'ছাড়পত্র' (১৯৪৭), 
  • 'ঘুম নেই' (১৯৫০), 
  • 'পূর্বাভাষ' (১৯৫০), 
  • 'মিঠে কড়া' (১৯৫১), 
  • 'সুকান্ত কাব্যসমগ্র' (১৯৬৭)।

    গীতিনাটিকা :   
  • 'অভিযান' (১৯৫৭) 
('অভিযান' ও 'সূর্যপ্রণাম' এই দুটি গীতিনাটিকা 'অভিযান' (১৯৫৭) নাম নিয়ে প্রকাশিত হয়)

   গীতিআলেখ্য :   
  • 'হরতাল' (১৯৬২)।
('রাখাল ছেলে' গীতি-আলেখ্য 'হরতাল' (১৯৬২) নাম নিয়ে প্রকাশিত হয়)

   গীতি সংকলন :    
  • ‘গীতিগুচ্ছ' (১৯৬৫)।

   সাধারণ গল্প :  
  • 'ক্ষুধা’, 
  • ‘দুর্বোধ্য’,
  •  ‘ভদ্রলোক’, 
  • ‘দরদী কিশোর’, 
  • ‘কিশোরের স্বপ্ন'

    রূপকধর্মী গল্প :  
  • ‘হরতাল’, 
  • ‘লেজের কাহিনি’, 
  • ‘ষাঁড়-গাধা-ছাগলের কথা'

   একাঙ্কিকা :  
  • ‘দেবতাদের ভয়'

    আলোচনা :  
   (১) ‘ছাড়পত্র’ :  
  • সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ 'ছাড়পত্র'।
  • ১৯৪৩ থেকে ১৯৪৭ - যুগসুন্ধর এই পাঁচটি বছর ‘ছাড়পত্র’ কাব্যের রচনাকাল । 
  • এটি উৎসর্গ করেন সর্বভারতীয় কমিউনিস্ট নেতা মুজফ্ফর আহম্মদের নামে। 
  • সত্যজিৎ রায় কাব্যটির প্রচ্ছদপট অঙ্কন করেন। 
  • এই কাব্যের  বিখ্যাত কবিতা --‘একটি মোরগের কাহিনী’, ‘বোধন’ ও ‘রাণার’ ।
   (২) ‘ঘুম নেই’ :  
  • সুকান্ত ভট্টাচার্যের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'ঘুমনেই'।
  • এই কাব্যের  বিখ্যাত কবিতা -- ‘প্রিয়তমাসু’ ।

   আধুনিক কাব্যসাহিত্যে সুকান্ত ভট্টাচার্যের মূল্যায়ন :   
         সুকান্ত ভট্টাচার্যের কবিতা কবিকর্মের এক পরম বিস্ময়। মাত্র একুশ বছর বয়সের মধ্যেই তিনি যে পরিণত প্রতিভার পরিচয় দিয়েছেন এবং ভাষা, ছন্দ ও বাক্ প্রতিমা সৃষ্টিতে সূক্ষ্মতা দেখিয়েছেন তা বিস্ময়কর। তিনি দীর্ঘজীবী হলে আধুনিক বাংলা কবিতার দিগন্ত আরও নতুন সৃষ্টি সম্ভাবনায় পূর্ণ হয়ে উঠতে পারত।

No comments