Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত :

বঙ্কি মচন্দ্রের অনুসরণে যাঁরা উপন্যাস রচনায় ব্রতী হয়েছিলেন তার মধ্যে অন্যতম হলেন রমেশচন্দ্র দত্ত। তিনি প্রসিদ্ধ রাজকর্মচারী, প্রত্নতাত্ত্ব...

বঙ্কিমচন্দ্রের অনুসরণে যাঁরা উপন্যাস রচনায় ব্রতী হয়েছিলেন তার মধ্যে অন্যতম হলেন রমেশচন্দ্র দত্ত। তিনি প্রসিদ্ধ রাজকর্মচারী, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ছিলেন। বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস রচনায় রমেশচন্দ্রের খ্যাতি সর্বাধিক। বঙ্কিমচন্দ্রের মতো কল্পনাকুশলতা রমেশচন্দ্রের না থাকলেও তার ইতিহাস সচেতনতা ছিল যথেষ্ট। ঐতিহাসিক উপন্যাসে তাঁর সবচেয়ে বড় অবদান হল কাল্পনিকতার চেয়ে সত্যনিষ্ঠার প্রতি অসীম আগ্রহ।

    প্রথম রচনা :   
(a) রমেশচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস ‘বঙ্গবিজেতা’ (১৮৭৪) ।
(b) প্রথম সামাজিক উপন্যাস ‘সংসার’ (১৮৮৬) ।

    উপন্যাস সমূহ :  
        রমেশচন্দ্র দত্ত মোট ছয়খানি উপন্যাস রচনা করেন । এর মধ্যে চারটি ইতিহাসাশ্রয়ী উপন্যাস এবং দুটি সামজিক উপন্যাস । উপন্যাসগুলি হল :
    ইতিহাসাশ্রয়ী উপন্যাস :    
  • ‘বঙ্গবিজেতা’ (১৮৭৪)
  • ‘মাধবীকঙ্কন’ (১৮৭৭)
  • ‘মহারাষ্ট্র জীবন প্রভাত’ (১৮৭৮)
  • ‘রাজপুত জীবন সন্ধ্যা’ (১৮৭৯)
   সামাজিক উপন্যাস :   
  • ‘সংসার’ (১৮৮৬)
  • ‘সমাজ’ (১৮৯৪)

    আলোচনা :  
   (১) ‘বঙ্গবিজেতা’ :  
  • ইতিহাসের পটভূমিকায় রচিত রমেশচন্দ্রের প্রথম উপন্যাস ‘বঙ্গবিজেতা’ ১৮৭৪ সালে প্রকাশিত হয় ।
  • উপন্যাসটি ‘জ্ঞানাঙ্কুর’ পত্রিকায় ১২৮১ সালের বৈশাখ থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে মুদ্রিত হয়। 
  • এই উপন্যাসে ঐতিহাসিক উপাদান রূপে বাংলাদেশের মুঘল সম্রাট নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা টোডরমলের বিরুদ্ধে জমিদার অমরসিংহের বিদ্রোহকে পাই। 
  • বিমলা চরিত্রটি ‘দুর্গেশনন্দিনী’র আয়েষা চরিত্রের আদলে চিত্রিত।

   (২) ‘মাধবীকঙ্কণ’ :  
  • রমেশচন্দ্রের দ্বিতীয় উপন্যাস ‘মাধবীকঙ্কণ’ প্রকাশিত হয় ১৮৭৭ সালে। 
  • এটি ‘বঙ্গ বিজেতা’র চেয়ে উচ্চাঙ্গের রচনা। 
  • এই উপন্যাসের কাহিনি টেনিসনের Enoch Arden কবিতার ভাব অবলম্বনে গঠিত, 
  • এর পটভূমি সম্রাট সাজাহানের রাজত্বকাল।
  •  উপন্যাসের নায়ক জমিদার পুত্র নরেন্দ্রনাথ  ।

   (৩) ‘মহারাষ্ট্র জীবন প্রভাত’ :  
  • ‘মহারাষ্ট্র জীবনপ্রভাত' (১৮৭৮) রমেশচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস। 
  • ঔরঙ্গজেবের রাজত্বকালে শিবাজীর নেতৃত্বে মহারাষ্ট্র শক্তির গৌরব ও উদ্দীপনাময় অভ্যুত্থান এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে শিবাজীর স্বাধীনতা সংগ্রামই মহারাষ্ট্র জীবনপ্রভাত এর উপজীব্য বিষয়। 
  • এই উপন্যাসে  ব্যক্তিজীবন ও ব্যক্তিহৃদয়ের বিশ্লেষণ বিশেষ নেই, যেটুকু আছে তাও উপন্যাসটির ঐতিহাসিক শক্তির সংঘর্ষের ধারার সঙ্গে নিগূঢ় ভাবগত সম্পর্কের ব্যঞ্জনায় সার্থকভাবে সমন্বিত হতে পারেনি।

   (৪) ‘রাজপুত জীবন সন্ধ্যা’ :  
  • ‘রাজপুত জীবন সন্ধ্যা’ রমেশচন্দ্র দত্তের লেখা ঐতিহাসিক উপন্যাস ।
  • উপন্যাসটি ১৮৭৯ খ্রিস্টাব্দে রচিত হয়। 
  • জাহাঙ্গীরের সময় রাজপুতদের সঙ্গে মোগলদের যুদ্ধ-ইতিহাস গ্রন্থে বিবৃত হয়েছে। 
  • ঐতিহাসিক পরিমণ্ডলে তেজসিংহ ও পুষ্পকুমারীর প্রেমকাহিনি সার্থকভাবে প্রকাশিত হয়েছে। 

   (৫) ‘সংসার’ :  
  • এটি সামাজিক উপন্যাস ।
  • উপন্যাসটির প্রকাশকাল - ১৮৮৬ খ্রিষ্টাব্দ । 
  • ‘সংসার' উপন্যাসে বর্ধমান জেলার তালপুকুর নামে একটি ক্ষুদ্র পল্লীর সুখ দুঃখময় জীবনযাত্রা চিত্রিত হয়েছে।
  • গরীবের মেয়ে বিন্দু, ধনীর মেয়ে উমা ও মধ্যবিত্ত পরিবারের কালীতারা এই তিন বাল্য সখীর সংসার জীবনে সৌভাগ্যের তুলনা উপন্যাসের বিষয়বস্তু।
  • এই উপন্যাসে লেখক দেখাতে চেয়েছেন ধন বা কুলমর্যাদা সংসারে সুখের কারণ নয়, দাম্পত্য জীবনে পারস্পরিক প্রীতি ও সহনশীলতাই শাস্তির মূল।
   (৬) ‘সমাজ’ :  
  • ‘সংসার’ উপন্যাসের আট বছর পর ‘সমাজ’ (১৮৯৪) উপন্যাসটি রচিত হয়। 
  • এটি সামাজিক উপন্যাস ।
  • এই উপন্যাসে অসবর্ণ বিবাহের সপক্ষে (ব্রাহ্মণ, কায়স্থ) কাহিনি গ্রথিত হয়েছে ঠিকই কিন্তু মূল ঘটনা দুটি পরিবারের কাহিনি। 
  • তারিণী মল্লিক ও কামিনীকান্ত মুখোপাধ্যায়ের আখ্যানই এই উপন্যাসের প্রধান ঘটনা। 

No comments