Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০০.

   বাংলা (পাস কোর্স) ২০০০   

   বাংলা (পাস কোর্স) ২০০০   
(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) প্রাচীন চর্যাগানগুলি কারা রচনা করেছিলেন? দু'জন চর্যাপদ কর্তার নাম উল্লেখ করুন৷
২) ‘দুহুঁ কোড়ে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া'- পঙতিটি কার রচনা? অতি সংক্ষেপে এই পঙতিটির সরলার্থ লিখুন৷
৩) খুল্লনা ও লহনার কাহিনী কোন্ কাব্যে আছে?  উক্ত কাব্যের অন্তর্গত দুটি প্রধান পুরুষ চরিত্রের নাম করুন।
৪) মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় কোন শাক্ত পদকর্তা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? তিনি কোন সময়ে আবির্ভূত হন?
৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে আবিস্কৃত হয়? এটি কোন সময়ের রচনা বলে অনুমিত হয় তুর্কীবিজয়ের আগে না পরে?
৬) চৈতন্যচরিতামৃত কাব্যটির রচনাকারের নামোল্লেখ করুন৷ এই কাব্যটি কোন জীবনী কাব্যরূপে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়?
৭) বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তিনি কোন সময়ে এই কাব্য রচনা করেছিলেন?
৮) ‘পদ্মাবতী’, ‘সতীময়না’, ‘লোরচন্দ্রানী’, ‘সয়ফুলমূলক বদিউজ্জমাল’, ‘সপ্তপয়কর' গ্রন্থগুলি রচনা করেন? পৃথক পৃথক ভাবে উল্লেখ করুন৷
৯) বাংলা ভাষায় ব্যবহৃত  হয়এমন চারটি পোর্তুগীজ শব্দের উদাহরণ দিন।
১০) বিজ্ঞান রহস্য কে রচনা করেন? এই লেখকের সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থের নাম করুন৷
১১) উপন্যাসগুলির রচয়িতার নাম লিখুন -- ‘স্বর্ণলতা’, ‘রাজপুত জীবন সন্ধ্যা’, ‘অঙ্গরীয় বিনিময়’, ‘দুই বোন’।
১২) গিরিশচন্দ্র ঘোষের দুখানি সামাজিক ও দুখানি পৌরাণিক নাটকের ছন্দটির নাম উল্লেখ করুন৷
১৩) ‘মেঘনাদ বধ কাব্য' কবে প্রকাশিত হয়েছিল? এই কাব্যে ব্যবহৃত ছন্দটির নাম কী?
১৪) ‘প্রবোধচন্দ্রিকা’ কে কবে লিখেছিলেন? লেখকের আর দুখানি বইয়ের নাম উল্লেখ করুন ।
১৫) ‘রতনে রতন চেনে’ – এখানে রতন শব্দের ধ্বনি পরিবর্তনের সূত্রটির নাম কী?
১৬) মহাপ্রাণবর্ণ কাকে বলে? বিভিন্ন বর্গ থেকে মোট চারটির দৃষ্টান্ত দিন৷
১৭) (ক) অপাদান কারকে 'এ' বিভক্তির প্রয়োগ দেখান। 
        (খ) করণ কারকে 'শূন্য' বিভক্তি দৃষ্টান্ত দিন৷
১৮) অনুসর্গ কাকে বলে? চারটি বিদেশি অনুসর্গের দৃষ্টান্ত দিন৷
১৯) নামধাতু কাকে বলে? দুর্তি উদাহরণ দিন।
২০) বর্ণবিপর্যয় কাকে বলে? দুটি উদাহরণ দিন৷

No comments