নবম শ্রেণীর ‘সাহিত্য সম্ভার’ বইতে ১১টি কবিতা, ১২টি গদ্য , ২টি অনুবাদ সাহিত্য এবং ১টি নাটক রয়েছে । সমস্ত রচনার উৎস একত্র করে উপস্থাপন করা হল ...
নবম শ্রেণীর ‘সাহিত্য সম্ভার’ বইতে ১১টি কবিতা, ১২টি গদ্য , ২টি অনুবাদ সাহিত্য এবং ১টি নাটক রয়েছে । সমস্ত রচনার উৎস একত্র করে উপস্থাপন করা হল ।
১. বীরবাহূর মৃত্যুতে রাবণ"
⇛ কবি: মাইকেল মধুসূদন দত্ত।
⇛ উৎস: ‘‘মেঘনাদবধ’’ কাব্যের প্রথম সর্গ 'অভিষেক' থেকে নেওয়া।
২"জ্যোতি"
⇛ কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস: ‘‘গুরু” নাটক।
৩."নগর লক্ষী"
⇛ কবি : রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস: ‘‘ কথা ও কাহিনী” কাব্যগ্রন্থের কথা অংশ থেকে গৃহীত। এটি দশ সংখ্যক কবিতা।
৪."ধনধান্য পুষ্প ভরা"
⇛ কবি: দ্বিজেন্দ্রলাল রায়।
⇛ উৎস: "আর্যগাধা" । পরে "সাজাহান" নাটকে এটি গান হিসেবে ব্যবহৃত হয়।
৫. ‘‘কাজলা দিদি”
⇛ কবি: যতীন্দ্রমোহন বাগচী।
⇛ উৎস: "মাল" কাব্যগ্রন্থ।
৬."ডাকটিকিট"
⇛ কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
⇛ উৎস: "বেণু ও বীণা" কাব্যগ্রন্থ।
৭"ঈশ্বর"
⇛ কবি: কাজী নজরুল ইসলাম।
⇛ উৎস: "সাম্যবাদী" কাব্যগ্রন্থ।
৮. ‘‘এখানে আকাশ নীল”
⇛ কবি: জীবনানন্দ দাশ।
উৎস: "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা।
৯."মধুমতী নদী দিয়া"
⇛ কবি: জসীমউদ্দীন।
⇛ উৎস: “সোজন বাদিয়ার ঘাট"।
১০."ইলিশ"
⇛ কবি: বুদ্ধদেব বসু
⇛ উৎস: "দময়ী" কাব্য।
১১."জননী জন্মভূমি”
⇛ কবি: সুভাষ মুখোপাধ্যায়।
⇛ উৎস: "কাল মধুমাস' কাব্যগ্রন্থ।
১২"বাঙ্গালার ইতিহাস”
⇛ লেখক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
⇛ উৎস: বাঙ্গালার ইতিহাস। এটি মার্শম্যানের 'History of Bengal' অবলম্বনে ১৮৪৮ সালে অনুবাদ করা হয় ।
১৩."গগনপটো"
⇛ লেখক: অক্ষয়চন্দ্র সরকার।
⇛ উৎস: ‘‘গোচারণের মাঠ”।
১৪. ‘‘কঙ্কাবতী”
⇛ লেখক : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ।
⇛ উৎস: ‘‘কঙ্কাবতী ” উপন্যাস (দ্বাদশ পরিচ্ছেদ)।
১৫."পোস্টমাস্টার"
⇛ লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস: "গল্পগুচ্ছ"-এর প্রথম খন্ডের অন্তর্গত।
১৬."যাত্রা"
⇛ লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস: ‘‘শখের সঞ্চয়” ।
১৭. অধ্যয়ন ও জ্ঞান লাভ"
⇛ লেখক: প্রফুল্ল চন্দ্র রায়।
⇛ উৎস: ‘‘প্রফুল্ল রাযের প্রবন্ধ ও বক্তৃতাবলী”।
১৮."ইন্দ্রনাথ ও শ্রীকান্ত”
⇛ লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
⇛ উৎস: "শ্রীকান্ত" উপন্যাসের প্রথম পর্বের 'ইন্দ্রনাথ ও শ্রীকান্ত' অংশ থেকে নেওয়া হয়েছে।
১৯"ঠেলাগাড়ি"
⇛ লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
⇛ উৎস: ‘‘কিশোর রচনা সমগ্র: ।
২০."সভাকবি"
⇛ লেখক: শৈলজানন্দ মুখোপাধ্যায়।
⇛ উৎস: ‘‘আত্মঘাতীর ডায়েরি”।
২১. ‘‘চিল্কা”
⇛ লেখক : সৈয়দ মুজতবা আলী।
⇛ উৎস : ‘‘ধূপছায়া” ।
২২."পটোদিদি"
⇛ লেখিকা: লীলা মজুমদার।
⇛ উৎস: ‘‘খেরোর খাতা” (দশ নম্বর পর)।
২৩. আমার ছোটোবেলা
⇛ লেখিকা: আশাপূর্ণা দেবী।
⇛ উৎস: "স্মৃতি কখনমূলক রচনা" (১৯৩২) প্রথমে রাখা হলেও পরে “আমার ছেলেবেলা" (১৩৯২ বঙ্গাব্দ)-তে অর্ভুক্ত করা হয়েছে।
২৪. ‘‘শামুক”
⇛ লেখিকা- অনুপমা বসুমাতরি।
⇛ উৎস: অসমিয়া XAAMUK এর অনুবাদ।
⇛ তরজমা: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
২৫."বাজি"
⇛ লেখক:আন্তন চেখত।
⇛ উৎস: THE BET
২৬. ‘‘প্রতাপাদিত্য”
⇛ নাট্যকার : ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ।
⇛ উৎস: ‘‘বঙ্গের প্রতাপাদিত্য’’।

No comments