বাংলা (পাস কোর্স) ২০০১
বাংলা (পাস কোর্স) ২০০১
১) রাজা প্রতাপাদিত্য কার রচনা? তার আর একটি রচনার নাম কি?
২) ‘কৃষ্ণ’ ও ‘কানাই’, কোনটি অর্ধতৎসম ও কোনটি তদ্ভব শব্দ?
৩) 'চৈতন্য ভাগবত' গ্রন্থের রচয়িতা কে? এটি কী জাতীয় রচনা?
৪) এ কলমে লেখা যায় না, এ কলমে কালি নেই – এখানে ‘কলমে’ দুটি কী কারক?
৫) দত্তা, গোরা, মৃণালিনী এবং বিপিনের সংসার কার কার রচনা?
৬) বহুব্রীহি ভাতুষ্পুত্র, পঙ্কজ, বিয়ে পাগলা – কি সমাস?
৭) কৃৎ প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও।
১০) অঘোষবর্ণ কাকে বলে? উদাহরণ দাও
১১) আলাওল কোন সময়ের কবি? ওই সময়ের আর এক বিখ্যাত কবির নাম দাও?
১২) জ্ঞানদাস এবং রামপ্রসাদ কোন কাব্যধারার?
১৩) অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও।
১৪) কাহ্ন এবং বড়াই কোন প্রাচীন কাব্যের চরিত্র?
১৫) ১৮৭২ সাল কী জন্য স্মরণীয়?
১৬) পদ্মাবতী কার রচনা? তিনি কোন শতাব্দীর?
১৭) চোখের বালি এবং চোরাবালি কি জাতিয় গ্রন্থ? লেখকের নাম দাও?
১৮) সবুজপত্র কে কতসালে সম্পাদনা করেন? ইহা কি বর্তমানে প্রকাশিত হয়?
১৯) অন্নদামঙ্গল কার রচনা? তিনি কোন রাজার সভাকবি ছিলেন?
২০) সধবার একাদশী কার রচনা? তার শ্রেষ্ট রচনাটি কি?

No comments