Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০৫.

   বাংলা (পাস কোর্স) ২০০৫   



   বাংলা (পাস কোর্স) ২০০৫   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) আলাওল কোন শতাব্দীর কবি? তার শ্রেষ্ঠ কাব্যের নামোল্লেখ করে দুটি বাক্যে এই কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করুন।
২) ১৯০১-এ রবীন্দ্রনাথের কোন উপন্যাস প্রকাশিত হয়? বাংলা কথাসাহিত্যের ইতিহাসে এই উপন্যাসের গুরুত্ব সম্পর্কে দুটি বাক্য লিখুন৷
৩) বলিদান, মায়াবসান, প্রফুল্ল, শাস্তি কি শান্তি – প্রকাশকাল অনুসারে নাটকগুলি পরস্পর সাজিয়ে দিন?
৪) ‘পরশুরাম’ কী কবি না গল্পকার? তার প্রকৃত নাম উল্লেখ করে প্রখ্যাত দুটি রচনার নাম লিখুন৷
বঙ্গানুবাদ করুন:
৫) We, the people of India do hereby adope. Enact and give to ourselves this constitution.
৬) She plays the guitar very well.
৭) A steep mountainside rose in front of them, with waterfalls plunging down into the green valley.
৮) The cricket fever is on the rise.
৯) His book was published posthumously.

১০) বর্ণবিশ্লেষণ করুন: জ্ঞানাঞ্জন, রামকৃষ্ণ, দৌরাত্মা, লক্ষীকান্ত।
১১) স্বরভক্তি কথাটির আক্ষরিক অর্থ কী? উপযুক্ত উদাহরণ দিয়ে লিখুন ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াকে কেন ‘স্বরভক্তি’ বলা হয়েছে?
১২) 'কেহ না আদরে মাংস কেহ না আদরে’- এখানে ‘মাংস’ কোন কারক? ‘আদরে' ক্রিয়াপদটি কী ধরণের?
১৩) ‘আমার শুন্যহৃদয়া চৌকি দিনরাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাড়িয়ে আছে, কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না।'- গঠনের দিক থেকে এটি কোন ধরণের বাক্য? জটিল না যৌগিক? বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করুন।
১৪) ‘দেশের অধিকাংশ লোকই কৃষিজীবি’- ‘অধিকাংশ" শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন এবং ‘কৃষিজীবি’ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লিখুন৷

No comments