বাংলা (পাস কোর্স) ২০০৪
বাংলা (পাস কোর্স) ২০০৪
১) ‘বলবান জামাতা, ‘সম্পত্তি সমর্পণ’, ‘আঁধারে আলো’, ‘অযান্ত্রিক’ – এ চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন৷
২) ‘বিধবা বিবাহ’, ‘ব্রজঙ্গনা’, ‘জলসখের’, ‘Rajmohan's Wife'- এই চারটি গ্রন্থের শ্রেণিগত পরিচয় কী? এদের রচয়িতারাই বা কারা?
৩) গৌরাঙ্গ বিষয়ক গল্প ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য কী?
৪) শ্রীকৃষ্ণকীর্তন-এর রচয়িতা কে? রচনাটি কাব্য না নাটক? এই রচনার প্রধান তিনটি চরিত্রের নাম লিখুন।
৫) মাসিক পত্র, সাধনা, ভারতবর্ষ, সবুজপত্র- এই চারটি পত্রিকার সম্পাদক কে কে?
বঙ্গানুবাদ করুন –
৬) Success in the depends largely on good health.
৭) She plays the guitar Well.
৮) Asutosh Mukherjee and Shyamaprasad Mukherjee both the father and son were the Vice Chancellors of Calcutta University.
৯) Rabindranath had his own ideas of education.
১০) It was raining cats and dogs at the time.
১১) অভ্রভেদী, ক্রীতদাস – শব্দদুটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন।
১২) সার্থক বাক্য তৈরী করুন:
(ক) অরণ্যে রোদন
(খ) ধর্মের ষাঁড়
১৩) নাসিক্যবর্ণ কাকে বলে? কোন কোন বর্ণ নাসিক্য এবং কেন?
১৪) স্নান>সিনান এখানে কোন নিয়মে ধ্বনি পরবর্তন হয়েছে? ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কী?
১৫) সান্ত্বনা, অনধিক তৃষ্ণা, মহাত্মা এই চারটি শব্দের বর্ণ বিশ্লেষণ করুন৷

No comments