বাংলা (পাস কোর্স) ২০০৬
বাংলা (পাস কোর্স) ২০০৬
১) গোবিন্দদাস কোন সময়ের কবি ছিলেন? তার আর এক নাম কী? তার উৎকৃষ্ট পদগুলি কোন ভাষায় রচিত? কোন
পর্যায়ের পদ রচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন?
২) মহাভারতের চারজন অনুবাদকের নাম লিখুন।
৩) ‘সীতার বনবাস’, ‘লোকরহস্য’, ‘প্রাচীন সাহিত্য’, ‘নানা কথা’ – এই চারটি গ্রন্থের প্রকাশকাল অনুসারে গ্রন্থগুলির নাম পরপর সাজিয়ে দিন৷
৪) ‘নিষ্কৃতি’, ‘কালিন্দী’, ‘অতসী মামী’, ‘হনুমানের স্বপ্ন’ – এই চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন৷ (১০) মধুসূদন, দীনবন্ধু, অমৃতলাল বসু ও রবীন্দ্রনাথ ঠাকুর– এদের একটি করে প্রহসনধর্মী রচনার নাম লিখুন৷
বঙ্গানুবাদ করুন:
৫) The Audience broke into claps,
৬) It is blowing hard.
৭) Take down what he says about this matter.
৮) The boy was walking to and fro.
৯) I Called on him at his office.
১০) নীচের শব্দগুলিতে ধ্বনিপরিবর্তনের কী কী নিয়ম সক্রিয় তা নির্ণয় করুন: সততা, বিলিতি, মেয়ে, লাউ৷
১১) পদান্তর করুন: উৎকৃষ্ট, সমৃদ্ধি, ধৈর্য, বুভুক্ষু৷
১২) নিম্নলিখিত বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলির ‘প্রকার' (Aspect) নির্ধারণ করুন:
(i) বাংলার মুখ আমি দেখিয়াছি৷
(ii) তাহার তেতালার ঘর বন্ধ থাকিত।
(iii) তিল আধ পাসরিতে নারি৷
(iv) সবাই হাততালি দিচ্ছে।
১৩) নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে সেগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:
(i) নিরুপম হেম তিনি
(ii) মঙ্গলঘট হয়নি যে ভরা
(iii) মহাদেবের জটা হইতে
(iv) ওরে আমার মা-সোয়গি ছেলে৷
১৪) চিহ্নিত পদগুলির কারকবিভক্তি নির্দেশ করুন:
(i) শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে৷
(ii) ওই গঙ্গায় ডুবিয়ারে হায় ভারতের দিবাকর৷
(iii) ভাঙা কুলায় বাতাস করুক তোমার যত ভৃত্যগণে
(iv) স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে৷

No comments