Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০৩.

     বাংলা (পাস কোর্স) ২০০৩   

 


   বাংলা (পাস কোর্স) ২০০৩   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

(১ থেকে ৪ দাগ পর্যন্ত পাঠ্যবই থেকে প্রশ্ন ছিল । সিলেবাস বদল হওয়ায়, দেওয়া হল না )
৫) “নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল খোলা ৷ আজ কি উচিত ডঙ্কা দিয়া ঝান্ডা নিয়ে ঝড় তোলা?”- রেখা চিহ্নিত শব্দগুলির উৎপত্তি অনুসারে শ্রেণী নির্ণয় করুন৷
৬) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কার লেখা ও কোন সময়ে রচিত?
৭) কেতকাদাস ক্ষেমানন্দ প্রাক্ চৈতন্য অথবা চৈতন্যেত্তর – কোন্ কালে আবির্ভূত হয়েছিলেন? ‘কেতকাদাস’ নামে কোন বিশেষ তাৎপর্য আছে কী?
৮) অষ্টাদশ শতাব্দীর দু'জন বিশিষ্ট কবির নাম উল্লেখ করুন। তাদের কোন জন কোন ধরণের কাব্যধারায় বিশিষ্টতা অর্জন করেছেন?
৯) প্রকাশকাল সহ মধুসুদনের একটি আখ্যান কাব্য ও একটি পত্রকাব্যের নাম লিখুন। কবি রচিত সনেটগুলি কোন শিরোনামে চিহ্নিত হয়েছিল?
১০) দ্বিজেন্দ্রলাল রায় কোন ধরনের নাটক রচনায় সর্বাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন? সেই ধারার দুটি উল্লেখযোগ্য নাটকের নাম দিন?

বাংলায় অনুবাদ করুন:
১১) Wandered lonely as a cloud. That floats on high over vales and hills.
১২) She had a lot of time on her hands to ponder over the future.
১৩) Scientists have proves that heavy metal music may be had for our health.
১৪) If we want to enjoy our rights, we are committed to perform our duties too.
১৫) He was ready to dedicate all his properties for the welfare of his villagers.

১৬) গল্প>গল্প – এই রূপান্তরটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের উদাহরণ, তা সংজ্ঞাসহ বুঝিয়ে দিন৷
১৭) নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন। -
(ক) ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখিয়া অট্টহাস্য করিতেছে৷ (নঞর্থক বাক্যে),
(খ) আমার একটি সাত বৎসরের কন্যা আছে; সে মাতৃহীনা, তাহার আর কেহ নাই – কেবল আমি৷ (সরল বাক্যে)
১৮) চিহ্নিত শব্দগুলির পথ নির্দেশ করুম ও পদান্তর করুন; তবে পরাজিত পক্ষ কপটতার অভিযোগ আনে৷
১৯) চিহ্নিত পদগুলির প্রকৃতি-প্রত্যয় নির্নয় করুন। -
(ক) তপোবনের কি অনির্বচনীয় মহিমা৷ 
(খ) জড় নেই, মৃত নই, নই অন্ধকারের খনিজ।
২০) চিহ্নিত পদগুলি ব্যাসবাক্য সহ সমাস নির্নয় করুন৷ - 
(ক) পাঠাইব রামানুজে শমন-ভবনে। 
(খ) নিরুপমার পক্ষে শশুরবাড়ি শরশয্যা হইয়া উঠিল৷

No comments