Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০৭.

   বাংলা (পাস কোর্স) ২০০৭   



   বাংলা (পাস কোর্স) ২০০৭   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় শুধুমাত্র সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) শ্রেষ্ঠ চৈতন্য জীবনিকাব্যের নাম কী? গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কটি ‘লীলা’ বা খন্ডে বিভক্ত? মোট কয়টি পরিচ্ছেদ খন্ডগুলিতে রয়েছে?
২) বিজয়গুপ্ত কোন অঞ্চলের কবি? তিনি কোন শাখায় কাব্য রচনা করেন? তার কাব্যের নাম কী? এই শাখার আরেকজন কবির নাম লিখুন৷
৩) ঘনরাম চক্রবর্তীর রচিত কাব্যটির নাম কী? কাব্যটির রচনাকাল কবে? তার বৈশিষ্ট্য দুটি বাক্যে সম্পন্ন করুন।
৪) কবি ভারতচন্দ্র রায়ের উপাধি কী? তিনি কোন রাজার সভাকবি ছিলেন? কোন কাব্যের জন্য ভারতচন্দ্র বিখ্যাত? কাব্যটির রচনাকাল নির্দেশ করুন৷
৫) সারদামঙ্গল, বীরাঙ্গণা, মরীচিকা, বিস্মরণী – কালানুক্রমিকভাবে এই চারটি গ্রন্থের রচয়িতাদের সম্পুর্ণ নাম সাজিয়ে উল্লেখ করুন ।
৬) ‘বিষবৃক্ষ’ উপন্যাসের প্রকাশকাল কবে? উপন্যাসটির লেখক কে? বাংলা সাহিত্যে উপন্যাসটির গুরুত্ব বিষয়ে অনধিক দুটি বাক্য রচনা করুন৷
৭) “দিবারাত্রির কাব্য’, ‘হাসুলি বাঁকের উপকথা’, ‘পথের দাবি’, ‘পথের পাঁচালী' প্রকাশকাল উল্লেখ করে উপন্যাসগুলি কালানুক্রমিকভাবে বিন্যস্ত করুনা
৮) রক্তকরবী, নূরজাহান, বলিদান, কৃষ্ণকুমারী চারটি নাটকের নাট্যকারের নাম লিখুন৷

বঙ্গানুবাদ করুন: 
৯)  Studen life is the stage of preparation for future.
১০) Honesty is the great virtue.
১১) Once a wolf was much pained by a bone that stuck into his throat. If was
১২ ) The Gentle breeze man the poor capseller draws and soon he feel a sleep.
১৩) By his superior intelligence man has learnt to eatch and tame and natural forces.
১৪ ) The worlds is like a looking glass, it your smile, it's smile. It you frawn, it frawns back.
১৫) বর্ণ বিশ্লেষণ করুন: অত্যুৎকৃষ্ট, অন্তরীক্ষ, লজ্জাসম্ভ্রম, অপরাহ্ন৷
১৬) নাসিক্যীভবন কাকে বলে? উদাহরণ সহ লিখুন৷
১৭) নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন: গামছা, রান্না, কনে, শবদ।
১৮) পদ পরিবর্তন করুন: ইতিহাস, সৌর, প্রকৃতি, অগ্নি৷
১৯) প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুন: ভৌগলিক, দৃষ্টি, মোগলাই, রোগা৷
২০) নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্যসহ সমাস নির্নয় করুন: 
ক) গফুর নীরব হইয় রহিল৷ 
(খ) উপকুল নিকটে, আশষ্কার বিষয় নাই৷ 
(গ) আমাদের মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস 
(ঘ) ওই আমাদের নিখাদ সোনা।
২১) চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করুন: 
(ক) পরদোষে কে চাহে মাজিতে৷ 
(খ) সন্নাসী বেশে ফিরি দেশে৷ 
(গ) এক আদিম নিবাসীর পর্ণশালা ।
(ঘ) পর্দায় একটুখানি টান দেওয়া হইল৷
২২) নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন: 
(ক) এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না৷ (অন্তৰ্থক বাক্য)। 
(খ) এই যবনিকা অতিক্রম করিলেই দৃষ্টি অবারিত হইবে (জটিল বাক্যে) 
(গ) তখন সে নিতান্ত হতাশা হইয়া তথা হইতে প্রস্থান করিল৷ (যৌগিক বাক্যে) 
(ঘ) অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে৷ (নঞর্থক বাক্যে)

No comments