Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০৮.

   বাংলা (পাস কোর্স) ২০০৮   



   বাংলা (পাস কোর্স) ২০০৮   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় শুধুমাত্র সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) বিদ্যাপতির কৌলিক ধর্মমত কী ছিল? তার আবির্ভাব ও তিরোধানের আনুমানিক সময়কালটি লিখুন৷ তার রাধাকৃষ্ণ বিষয়ক প্রবন্ধ সমূহ কোন ভাষায় লিখিত হয়েছিল? সে ভাষায় ওই নামকরণের কারণ কী?
২) কবিকঙ্কণ মুকুন্দের কাব্যটির আসল নাম কী? কাব্যটির ক’টি কাহিনী? কাহিনীগুলির শীর্ষনাম কী? কাহিনীগুলির প্রত্যেকটি থেকে দুটি করে মুখ্য চরিত্রের নাম লিখুন৷
৩) “গুণরাজ খাঁ’ খেতাব কাকে দেওয়া হয়েছিল? তিনি কোন কাব্যের জন্য বিখ্যাত? কাব্যটির গুরুত্ব সম্বন্ধে দুটি বাক্য লিখুন।
৪) দৌলত কাজীর কাব্যের নাম এবং রচনাকাল লিখুন। কাব্যটির উৎস ও পৃষ্ঠপোষকের পরিচয় কী?
৫) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি কালানুক্রমিকভাবে উল্লেখ করুন৷
৬) ‘কালসন্ধ্যা’ গ্রন্থটির রচয়িতার নাম ও রচনাকাল লিপিবিদ্ধ করুন। গ্রন্থটির শ্রেণী ও কাহিনীর উৎসটি লিখুন।
৭) ‘রাজা’, ‘জনা’, ‘সীতা’, ‘একেই কী বলে সভ্যতা' – নাটকগুলি কালানুক্রমিক ভাবে বিন্যস্ত করুন৷
৮) ‘হনুমানের স্বপ্ন’, ‘পদ্মানদীর মাঝি’, ‘ইছামতী’, ‘মালঞ্চ’ কালানুক্রমিকভাবে সাজিয়ে দিন৷ প্রকাশকাল ও রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থগুলি

বঙ্গানুবাদ করুন :
৯) Man longes for company and always associates with one or more persons of same and nature became he is a social being.
১০) If you think a little, you will see in flood time the Ganga fertilisers the land lying on other side. Therefore men and women grow enough food to support themselves.
১১) Books have been burn and writers have been tortured. But books have spread themselves throught the world so there is no country earth without them now.
১২) Man has won his dominan position on this planet by his command of technology.
১৩) Our own technological progress, then, has been a natural continuation of earlier treands.
১৪) Stretched out on their neat little oblong pyres, two or three corpses were slowly smouldering.

১৫) নীচের বর্ণসমূহের যে কোনো চারটি শ্রেণী নির্ধারণ করুন: ক, গ, ঝ, ঠ, ফ, ম
১৬) অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন৷
১৭) নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্নয় করুন: পরকাশ, আর্খি, ইচ্ছে, নিড়িনি
১৮) উৎপত্তির ভিত্ততে প্রদত্ত শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন; জমা, রোদ্দুর, ডিঙা, পরিধি৷
১৯) প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করুন: বসুধা, পাকা, জিজ্ঞাসা, রক্তা
২০) নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্য সহ সমাস নির্নয় করুণ: 
(ক) বেআক্কেলে মানুষ৷ 
(খ) ফকির-দরবেশের মতো বসে রইল ঠায়৷ 
(গ) বুঝাবুঝির কাম কি ভাই৷ 
(ঘ) গতি যার নীচ, সহ, নীচ সে দুমতি৷
২১) চিহ্নিত পদগুলির কারক বিভক্তি নির্দেশ করুন: 
(ক) ওরা সবাই অমানুষী শক্তি ধরে৷ 
(খ) তব বাক্যে ইচ্ছি মরিবারে৷ 
(গ) অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে৷ 
(ঘ) তরঙ্গগুলি তীরভূমিতে আছড়াইয়া পড়িত৷
২২) নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন: 
(ক) এ মাটি সহজে ভেজে না। (অন্ত্যর্থক বাক্যে) 
(খ) গৌরবিও থাকতে পারত নিবারণ থাকতে দিল না। (জটিল বাক্যে) 
(গ) গাছের সেই রব আজও উঠছে না বনে বনে৷ (প্রশ্নসূচক বাক্যে) 
(ঘ) তার হদিশ বাতলাবে কে? (নঞর্থক বাক্য)।

No comments